বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
16 Apr 2025 08:50 am
![]() |
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার পরিত্যক্ত টয়লেটের কুপ থেকে আজ মঙ্গলবার দুপুরে অর্ধ গলিত এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।এখনও কিশোরের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারনা করা হচ্ছে,গত কয়েকদিন পূর্বে দুবৃর্ত্তরা তাকে হত্যা করে লাশ গুম করার জন্য পরিত্যক্ত কুপে ফেলে রেখে যায়। পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ওই কুপে কিশোরের অর্ধগলিত লাশ দেখতে পায়। এবং থানায় খবর দিলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)বুলবুল ইসলামের নেতৃত্বে এস,আই তাহসিনুর রহমান তাহসিন,এস আই হারুনর রশিদ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত চলছে। এখনও উদ্ধার হওয়া কিশোরের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, অধিকতর তদন্ত করতে সিআইডি ক্রাইম সিন,ডিবি পুলিশের দুটি টিম ঘটনার তদন্ত শুরু করছে।